Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Tuesday, March 28, 2017

খতমে নবুওত সম্পর্কে কয়েকটি হাদীস

খতমে নবুওত সম্পর্কে কয়েকটি হাদীস
আব্দুল্লাহ মু্যাক্কির:
হযরত ছাওবান রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমার
উম্মতের মধ্য থেকে ত্রিশ জন মিথ্যাবাদী
আত্মপ্রকাশ করবে। তাদের প্রত্যেকে নবী বলে দাবী
করবে। অথচ আমি খাতামুন্নাবিয়ীন, আমার পরে আর
কোনো নবী নেই।’’
... ﻭﺃﻻ ﺳﻴﻜﻮﻥ ﻓﻲ ﺃﻣﺘﻲ ﻛﺬﺍﺑﻮﻥ ﺛﻼﺛﻮﻥ . ﻛﻠﻬﻢ ﻳﺰﻋﻢ ﺃﻧﻪ ﻧﺒﻲ، ﻭﺃﻧﺎ ﺧﺎﺗﻢ ﺍﻟﻨﺒﻴﻴﻦ ﻻ ﻧﺒﻲ ﺑﻌﺪﻱ، ﺍﻟﺦ .
-সুনানে তিরমিযী ২/৪৫; মুসনাদে আহমদ ৬/৩৭৩ হা:
২১৮৮৯
হযরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা. কে
বললেন, ‘‘মুসার পক্ষ থেকে হারুন যে (দায়িত্ব, মর্যাদা,
আর সম্পর্কের) স্থানে ছিলেন আমার পক্ষ থেকে
তুমি হলে সেই স্থানে, তবে (পার্থক্য এই যে,) আমার
পরে কোন নবী নেই।’’
ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻌﻠﻲ : ﺃﻧﺖ ﻣﻨﻲ ﺑﻤﻨﺰﻟﺔ ﻫﺎﻭﺭﻥ ﻣﻦ ﻣﻮﺳﻰ ﺇﻻ ﺃﻧﻪ ﻻ ﻧﺒﻲ ﺑﻌﺪﻱ ﺍﻟﺦ .
-সহীহ বুখারী ২/৬৩৩; সহীহ মুসলিম ২/২৭৮; সুনানে
তিরমিযী ২/২১৩
তাবুক যুদ্ধে যাত্রাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আলী রা. কে মদীনায় তাঁর
স্থলাভিষিক্ত করেছিলেন। আলী রা. জিহাদে না যেতে
পেরে দুঃখ প্রকাশ করলেন। তখন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঐ কথা বলে
সান্ত্বনা দিয়েছেন।
যুবায়ের ইবনে মুতয়িম রা. থেকে বর্ণিত, আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমি মুহাম্মাদ, আমি আহমদ, আমি মাহী, অর্থাৎ
আমার মাধ্যমে কুফরী বিমোচিত হবে, আমি হাশির,
আমার (যুগের) পরই মানুষকে হাশরের মাঠে একত্রিত
করা হবে এবং আমি হলাম আ‘কিব, (অর্থাৎ যার পরে
আর কোনো নবী নেই)।’’
ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﻤﺴﺔ ﺃﺳﻤﺎﺀ : ﺃﻧﺎ ﻣﺤﻤﺪ ﻭﺃﺣﻤﺪ، ﻭﺃﻧﺎ ﺍﻟﻤﺎﺣﻲ ﺍﻟﺬﻱ ﻳﻤﺤﻮ ﺍﻟﻠﻪ ﺑﻲ ﺍﻟﻜﻔﺮ ﻭﺃﻧﺎ ﺍﻟﺤﺎﺷﺮ ﺍﻟﺬﻱ ﻳﺤﺸﺮ ﺍﻟﻨﺎﺱ ﻋﻠﻰ ﻣﺪﻯ ﻭﺃﻧﺎ ﺍﻟﻌﺎﻗﺐ .
-সহীহ বুখারী ১/৫০০, ২/৭২৭; সহীহ মুসলিম
২/২৬১; সুনানে তিরমিযী ২/১১১
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমার ও
আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এই যে, এক
ব্যক্তি একটি সুরম্য গৃহ নির্মাণ করল তবে এক
কোণে একটি মাত্র ইটের শূন্য স্থান রাখল।
লোকেরা গৃহটির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল
এবং তার সৌন্দর্যে চমৎকৃত হতে লাগল। তবে ওই
কোণটি দেখে তারা বলতে লাগল ‘এই ইটটি কেন
বসানো হয়নি?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বললেন, আমিই হলাম সেই ইট এবং আমি
হলাম খাতামুন্নাবিয়ীন।’’
ﺇﻥ ﻣﺜﻠﻲ ﻭﻣﺜﻞ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﻣﻦ ﻗﺒﻠﻲ ﻛﻤﺜﻞ ﺭﺟﻞ ﺑﻨﻰ ﺑﻴﺘﺎ ﻓﺄﺣﺴﻨﻪ ﻭﺃﺟﻤﻠﻪ ﺇﻻ ﻣﻮﺿﻊ ﻟﺒﻨﺔ ﻣﻦ ﺯﺍﻭﻳﺔ، ﻓﺠﻌﻞ ﺍﻟﻨﺎﺱ ﻳﻄﻮﻓﻮﻥ ﺑﻪ ﻭﻳﺘﻌﺠﺒﻮﻥ ﻟﻪ ﻭﻳﻘﻮﻟﻮﻥ : ﻫﻼ ﻭﺿﻌﺖ ﻫﺬﻩ ﺍﻟﻠﺒﻨﺔ؟ ﻗﺎﻝ : ﻓﺄﻧﺎ ﺍﻟﻠﺒﻨﺔ ﻭﺃﻧﺎ ﺧﺎﺗﻢ ﺍﻟﻨﺒﻴﻴﻦ .
-সহীহ বুখারী ১/৫০১; সহীহ মুসলিম ২/২৪৮
জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার ও আমার
পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এই যে, এক ব্যক্তি গৃহ
নির্মাণ করল এবং তা সুচারুরূপে সমাপ্ত করল তবে
একটি ইটের স্থান শূন্য রেখে দিল। এবার লোকেরা
তাতে প্রবেশ করে তার নির্মাণকুশল দেখে চমৎকৃত
হল। কিন্তু ওই শূন্য স্থানটি দেখে বলতে লাগল, ‘এই
একটি মাত্র ইটের স্থান যদি শূন্য না থাকত!’ নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, আমি হলাম সেই শূন্য স্থানের ইট। আমি
প্রেরিত হলাম এবং নবী আগমনের ধারা সমাপ্ত হল।
ﻣﺜﻠﻲ ﻭﻣﺜﻞ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﻛﻤﺜﻞ ﺭﺟﻞ ﺑﻨﻰ ﺩﺍﺭﺍ ﻓﺄﺗﻤﻬﺎ ﻭﺃﻛﻤﻠﻬﺎ ﺇﻻ ﻣﻮﺿﻊ ﻟﺒﻨﺔ، ﻓﺠﻌﻞ ﺍﻟﻨﺎﺱ ﻳﺪﺧﻠﻮﻧﻬﺎ ﻭﻳﺘﻌﺠﺒﻮﻥ ﻣﻨﻬﺎ ﻭﻳﻘﻮﻟﻮﻥ ﻟﻮﻻ ﻣﻮﺿﻊ ﺍﻟﻠﺒﻨﺔ ! ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﻓﺄﻧﺎ ﻣﻮﺿﻊ ﺍﻟﻠﺒﻨﺔ ﺟﺌﺖ ﻓﺨﺘﻤﺖ ﺍﻷﻧﺒﻴﺎﺀ ﻋﻠﻴﻬﻢ ﺍﻟﺴﻼﻡ .
-সহীহ মুসলিম ২/২৪৮

No comments:

Post a Comment