Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Wednesday, March 29, 2017

হক্কানী উলামাদের থেকে দূরে থাকা গোমরাহী

কুরআন সুন্নাহ ও বিজ্ঞ উলামাদের সংশ্রব থেকে গুটিয়ে থাকা হক দলকেও দ্রুত ভ্রান্ত গোমরাহ দলে পরিণত করে!

আব্দুল কাদীর জীলানী সিলসিলার বহু পীর এখন কবরপূজারী।

চিশতীয়া সিলসিলার বহু খানকা এখন শিরকের অভয়রাণ্য।

মর্দে মুজাহিদ সাইয়্যেদ আহমাদ শহীদের সিলসিলার ফুলতলী জৌনপুরীরা এখন বিদআতের কর্ণদ্বার।

শিরক বিদআতের বিরুদ্ধে অতস্ত্র প্রহরী মুজাদ্দিদে আলফে সানীর অনুসারী দাবিদার বহু পীর এখন কুফর শিরকে নিমজ্জিত।
কারণ কী?

প্রধানতম কারণ মূল উৎস গ্রন্থ কুরআন সুন্নাহের তালীম রেখে ব্যক্তি কেন্দ্রীক মতবাদে আবদ্ধ হয়ে পড়া।

যুগের ইলমী মার্কাযগুলোর সাথে সম্পর্কচ্ছেদ করে নিজস্ব মতবাদের বলয়ে বন্দী থাকা।

গায়রে আলেমদের নেতৃত্ব ও পীরের আসনে আসীন হওয়া।

কূপমণ্ডুক মানসিকতায় কালের হক্কানী উলামাদের শত্রু মনে করে দূরে থাকা।
ইত্যাদিসহ আরো অনেক কারণে হক সিলসিলাও এক সময় পরিণত হয়েছে শিরক কুফর ও বিদআতের বদ্ধভূমিতে।
তাই সাবধান!
আত্মপ্রবঞ্চনায় ভোগতে নেই।
হক্কানী উলামাদের থেকে দূরে থাকা গোমরাহী ছাড়া আর কিছুই ডেকে আনবে না।
তাই দুআ করি সর্বদাঃ
রাব্বানা লাতুজিগ কুলূবানা বা'দা ইজ হাদাইতানা, ওয়াহাবলানা মিনলা দুনকা রহমাহ! ইন্নাকা আন্তাল ওয়াহহাব।

No comments:

Post a Comment