Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Thursday, March 2, 2017

আজ "হেকমত" শব্দটি বড় মাজলুম

ওয়াকিলুদ্দীন সোহাগ
মহান রাব্বে কারীম পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
ﺍﺩْﻉُ ﺇِﻟَﻰٰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে ৷
সুরা নাহল আয়াত-125
তাফসীরে ইবনে কাসীর এ উল্লেখ হয়েছে-
ﻳَﻘُﻮﻝُ ﺗَﻌَﺎﻟَﻰ ﺁﻣِﺮًﺍ ﺭَﺳُﻮﻟَﻪُ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺃَﻥْ ﻳَﺪْﻋُﻮَ ﺍﻟْﺨَﻠْﻖَ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ . ﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﺟَﺮِﻳﺮٍ ‏« ٣ ‏» :
ﻭَﻫُﻮَ ﻣَﺎ ﺃَﻧْﺰَﻟَﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻣِﻦَ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﺍﻟﺴُّﻨَّﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ، ﺃَﻱْ ﺑِﻤَﺎ ﻓِﻴﻪِ ﻣِﻦَ ﺍﻟﺰَّﻭَﺍﺟِﺮِ ﻭَﺍﻟْﻮَﻗَﺎﺋِﻊِ ﺑِﺎﻟﻨَّﺎﺱِ، ﺫَﻛَّﺮَﻫُﻢْ ﺑِﻬَﺎ ﻟِﻴَﺤْﺬَﺭُﻭﺍ ﺑَﺄْﺱَ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻌَﺎﻟَﻰ ،
কুরআন সুন্নাহই হলো হেকমাত ৷
অথচ শরীয়তের এ পরিভাষাকে আমরা জায়গায় জায়গায় অপব্যবহার করছি ৷ নিজ খুশি মত প্রপাগাণ্ডা চালাচ্ছি ৷ নিজের নফসের খাহিশাতকে অনুকরণ করেও হেকমত বলছি ৷ নিজের মনের বাসনা পুরণ করার জন্যও হেকমত বলে চালিয়ে দিচ্ছি ৷ অন্য দল থেকে নিজ দল ভারি করতেও হেকমত বলে চালিয়ে দিচ্ছি ৷ নিজ হিংসা বিদ্বেষকে পুজি করে সেটিকেও বলছি হেকমত ৷
কুরআন সুন্নাহর হেকমত থেকে আমরা বহুদূর ৷ আর আমাদের হেকমত থেকেও কুরঅান সুন্নাহ অনেক দূর ৷ তাই আজ হেকমত শব্দটি বড় মাজলুম ৷ যেমন জিহাদ শব্দটিও অনেক মাজলুম ৷ আমাদের প্রত্যেক কাজকেই জিহাদ বলে চালিয়ে দেই ৷ কখনো এ জিহাদ কখনো ঐ জিহাদ ৷ অথচ কুরআন সুন্নাহ এর জিহাদ বহুত দূর ৷ আমাদের জিহাদ যেমন কুরআন সুন্নাহ থেকে দূর ৷ তেমনি কুরআন হাদীসের জিহাদও তত দূর ৷ আমরাই শুধু প্রপাগাণ্ডা নিয়েই থাকি ৷ অথচ নিজেই জানিনা, বুঝিওনা, আমরা কি করছি ৷ হয়ত মনে করছি যে, এটাও জিহাদ ঐটাও জিহাদ ইত্যাদি ৷ তাই আজ জিহাদও বড় মাজলুম ৷ আমি হেকমত ও জিহাদ বলছি- আমরা অনেক বড় মাজলুম ৷ তোমরা কি আমাদের প্রতি জুলুম বন্ধ করবেনা? প্রত্যেকের নিজস্ব অর্থে ব্যবহার করবেনা? তোমাদের অাগ্রাসণ থেকে আমাদের মুক্তি মিলবেনা?
আল্লাহ প্রত্যেককে সহীহ বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন ৷ আমীন ৷

No comments:

Post a Comment