Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Thursday, March 30, 2017

ফেইসবুকে নিজেদের স্বকীয়তা বজায় রাখুন: মুনির আহমদ




ফেসবুকে যারা নিজেদের স্বকীয়তা, বৃদ্ধিবৃত্তিক চিন্তা,, ইতিবাচক আচরণ, মেধা, দায়িত্বশীলতা বা ব্যক্তিত্ববোধের প্রকাশ ঘটাতে পারেন না, অথবা যারা অরুচিকর আচরণ, দায়িত্বহীনতা, অনৈতিকতা বা ব্যক্তিত্বহীনতার প্রকাশ ঘটাতে থাকে হরহামেশা, ইতিবাচক যে কোন পোস্ট বা লেখায় ব্যাঘাত ঘটাতে পারলে যারা তৃপ্তিবোধ করেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল” এই নীতি প্রয়োগ করে এমন জঞ্জাল থেকে ফ্রেন্ড লিস্ট পরিষ্কার রাখা উচিত সকলের।
উল্লেখ, প্রোফাইল নাম আসল কিনা এবং প্রোফাইল ছবি নকল কিনা, এসব নিয়ে আমি টেনশন নেই না। যেহেতু ফেসবুকে আমরা নিজের বা সন্তানদের জন্য পাত্রপাত্রি নির্বাচন করছি না, অথবা সংসার পাতছি না বা কারো সাথে বাস্তবিক বসবাস বা আড্ডা দিচ্ছি না, সুতরাং নাম ও ছবিকে গুরুত্ব দেওয়ার দরকারই বা কি? আচরণটাই তো মুখ্য হওয়া উচিত।।
কাউকে কাউকে দেখা যায়, ফ্রেন্ড লিস্ট ছোট করার ঘোষণা দিয়ে, বা যারা লাইক কমেন্ট করেন না, তাদেরকে ফ্রেন্ড লিস্ট থেকে রিমোভ করার হুমকি দিয়ে পোস্ট দিতে। আমি মনে করি, এটাও একদম অনুচিত। এতে অন্যের মনোযোগ আকর্ষণ করার প্রাণান্তর চেষ্টা প্রকাশ পায়, যেটা ব্যক্তিত্ববোধের জন্য ক্ষতিকর।
ফ্রেন্ড লিস্ট ছোট করতে চাইলে অথবা অচল বা অপ্রয়োজনীয়দেরকে ফ্রেন্ড লিস্ট থেকে রিমোভ করতে চাইলে চুপচাপ করে ফেলুন। প্রয়োজনে এমন একটা পোস্ট দিতে পারেন, “ফ্রেন্ড লিস্ট সম্পাদনা করতে হয়েছে। অসতর্কতায় কেউ রিমোভ হয়ে থাকলে অনুগ্রহহ করে ইনবক্সে নক করুন, রিকোয়েস্ট আমিই পাঠাব”।
কারণ, ঢালাওভাবে ফ্রেন্ড লিস্ট ছোট করার হুমকি দিলে, সেটা গড়ে কম-বেশ সব ফ্রেন্ডকেই হেয় করে, বা সম্মানহানি ঘটায়।।
লেখক,নির্বাহী সম্পাদক মাসিক মুঈনুল ইসলাম।

No comments:

Post a Comment