Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Tuesday, March 28, 2017

স্যারের কাছে জিজ্ঞাসা?


জাফর স্যার বা এই লাইনে আরো যারা বুযুর্গ আছেন, তাদের সকলের মধ্যে একটা ’সবজান্তা’ ভাব বিদ্যমান। তাদেরটা তো তাঁরা জানেনই। ভাব দেখান আমাদেরটাও আমাদের থেকে বেশি জানেন। কারণে-অকারণে মাদরাসাশিক্ষা নিয়ে প্রশ্ন তুলেন। প্রশ্ন তো আমরাও তুলতে পারতাম। জাফর স্যারকেই প্রশ্ন করতে পারতাম,
.
১. আপনি পিএইচডি করলেন ফিজিক্সে আর দায়িত্ব নিয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের! কেনোগো স্যার! যে সাবজেক্টে উচ্চতর ডিগ্রি নিলেন, সেটাই না পড়াবেন।
২. আপনি বিজ্ঞানের মানুষ। তো বিজ্ঞান বিষয়ে আপনার মৌলিক বই কই! আপনি কেনো পড়ে আছেন কল্প বিজ্ঞান নিয়ে!
৩. ইসলাম পাড়ায় পান থেকে চুন খসলে সাথে সাথেই আপনি আপনার কীবোর্ড নিয়ে বসে যান। মুহূর্তের মধ্যে কতকিছু আবিস্কার করে ফেলেন। ভালো। আপনি লেখক মানুষ। লিখতেই পারেন। কিন্তু পরিমলরা যখন ধর্ষণ করে, আপনি তখন মৌনব্রতি হয়ে যান! শ্যামলরা যখন উলটা-পাল্টা করে, আপনি তখন কোথায় থাকেন!
৪. আপনি দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে জিহাদে লিপ্ত। আপনাদের তৈরি শিক্ষা সিলেবাসে দেশের ছেলেমেয়েরা এক একজন মহাপণ্ডিত হয়ে বেরুবে, তেমন স্বপ্নের কথাই আপনি ফেরি করে বেড়ান। এতই আস্থা আপনার দেশের শিক্ষাব্যবস্থায়, তাহলে নিজের ছেলেমেয়েকে বিদেশে পড়ালেখা করান কেনো?
৫. কোনো বিষয়ে পুরোটা না জেনে কথাবলা তো অন্যায়। তাই না? আপনি ইসলাম এবং মাদরাসা শিক্ষা নিয়ে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। আপনি কি ইসলামের অপরিহার্য মৌলিক বিষয়গুলো সম্বন্ধে গবেষণা করেছেন? আপনি কি জানেন কোনটা ইসলাম আর কোনটা বিকৃতি? তাহলে এ নিয়ে আপনি জ্ঞান দেন কোন যুক্তিতে!
৬. আপনি যুদ্ধাপরাধের বিচার চান। কিন্তু আদালতে সাক্ষ্য দিতে যান না। একাত্তরে না-হয় যুদ্ধে গেলেন না। অবস্থা প্রতিকূল বলে। এখন তো অনুকূল ছিল। তাহলে? অন্তত নিজের বাবার জন্য হলেও কি যাওয়া উচিত ছিল না?
৭. আগস্ট দু’হাজার পনেরোতে আপনার একবার ইচ্ছা হয়েছিল গলায় দড়ি দিতে। না, মাদরাসাওলাদের কারণে নয়। নিজের ছাত্রদের কারণে। যোগাসনি হয়ে শাবির পুকুরপাড়ে বৃষ্টিতে বসে রয়েছিলেন কয়েক ঘণ্টা, মিডিয়া যাওয়ার আগ পর্যন্ত। অতি সম্প্রতি আপনার নয়নের মনি বদরুল খাদিজা নামের মেয়েটিকে কোপানোর পর আপনার আবার নতুন করে বিষটিশ খেতে ইচ্ছে করেছিল কিনা...
.
কিন্তু আমরা এসব প্রশ্ন তুলি না। আমরা এসব প্রশ্ন করি না।
ভাবি, যার যার মাথা, তাঁর তাঁর বেদনা।
খামাখা নাক গলানোর দরকার কী!
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
_______ পাগলের মাথা খারাপ, পৃষ্ঠা-২২


No comments:

Post a Comment