Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Wednesday, March 29, 2017

তোরা আমাকে বানাস পর!



আমার
এক কাঁধে 'জমিয়ত'
আর
এক কাঁধে 'খেলাফত'
এই
বুকজুড়ে 'হেফাজত'
আর
দু'চোখে 'আন্দোলন'।
...
আমার
আঙুলে আঙুলে দল
তাই
দু'হাতে পাই না বল
দেখি
দলে দলে কোন্দল
আর
চুঁপি চুঁপি কাঁদে মন।
...
আমি
কারও সাথে নই ভাগ
আমি
কারও প্রতি নই রাগ
আমি
সকলেরে বলি- 'জাগ্!
গড়ে
একতার বন্ধন'।
...
আমি
দলকে করি না দ্বীন
আমি
প্রতীকে হই না লীন
আমি
'মিনাল মুসলিমীন'
করি
কালেমা উত্তোলন।
...
বলি
সকলেরে 'ওরে আয়!
এই
কালেমার পতাকায়
যারে
দূরে ঠেলে দিলি হায়!
তারে
করে নে আলিঙ্গন।'
...
আমি
তাবলীগে দিই সাল
আমি
ময়দানে হই লাল
আমি
রাজপথে উত্তাল
আমি সব মিলে একজন।
...
আমি
সকলের মাঝে রই
আমি
সকলের কথা কই
কারও
পকেটের কবি নই
রবো
এভাবেই আমরণ।
...
তোরা
আমাকে বানাস পর!
কর্
যা খুশি তোদের কর্
তোরা
কাঁদবি জনমভর
করে
আমার কথা স্মরণ।

No comments:

Post a Comment