Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Wednesday, March 1, 2017

বিনা বাক্যে শরীয়ত মেনে চলতে হবে

--মুফতী আবুল হাসান শামসাবাদী
মহান আল্লাহ পবিত্র ‍কুরআনে ইরশাদ করেন--
ﻭَﻣَﺎ ﻛَﺎﻥَ ﻟِﻤُﺆْﻣِﻦٍ ﻭَﻟَﺎ ﻣُﺆْﻣِﻨَﺔٍ ﺇِﺫَﺍ ﻗَﻀَﻰ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺭَﺳُﻮﻟُﻪُ ﺃَﻣْﺮًﺍ ﺃَﻥ ﻳَﻜُﻮﻥَ ﻟَﻬُﻢُ ﺍﻟْﺨِﻴَﺮَﺓُ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻫِﻢْ ۗ ﻭَﻣَﻦ ﻳَﻌْﺺِ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻓَﻘَﺪْ ﺿَﻞَّ ﺿَﻠَﺎﻟًﺎ ﻣُّﺒِﻴﻨًﺎ
“কোন মুমিন পুরুষ এবং কোন মুমিনা নারীর জন্য অবকাশ নেই যে, যখন আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করেন, তখন তাদের জন্য তাতে নিজেদের ইচ্ছা প্রয়োগ করে তার অন্যথা করার প্রয়াসী হবে। যে আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করবে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। (আল-কুরআন, সূরাহ আহযাব, আয়াত নং ৩৬)
হাদীস শরীফে হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা.)কে বলতে শুনেছি--
“আমি তোমাদেরকে যেসব বিষয় নিষেধ করেছি, তা থেকে বিরত থাক। আর যেসব বিষয়ে আদেশ করেছি, যথাসম্ভব তা পালন কর। অতিরিক্ত প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে।”
(সহীহ বুখারী, হাদীস নং ৭২৮৮/ সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৭)
*********************************************
*****************
দ্বীনী এ পোস্টকে শেয়ার করে ইসলামের আলো পৌঁছে দিন প্রিয়জনদের কাছে।
দ্বীনের হিদায়াতের সমূজ্জ্বল আলোকরশ্নিতে আলোকিত হোক মুমিনদের হৃদয়।

No comments:

Post a Comment