Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Thursday, March 2, 2017

পোড়ানো নয় কবরই পরিবেশবান্ধব

আলি হাসান তায়ব

একদিন দুই নারী সাংবাদিক কথা বলছেন।
মুসলিম সাংবাদিকা হিন্দু সাংবাদিকাকে বলছেন, তোমাদের মৃত পোড়ানোর ব্যবস্থাটাই ভালো। চারদিকে জায়গার সংকট। কবর দিলে জায়গা নষ্ট হয়। হিন্দু সাংবাদিকা চওড়া হাসি দিয়ে প্রশংসা রিসিভ করলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আপা, আমি কি আপনাদের কথায় একটু এন্টারফেয়ার করতে পারি? অনুমতি দিলে বললাম, দেখুন-
ধর্মের বিধান হিসেবে সবার কাছেই নিজেরটা ভালো। আপনারা যেহেতু যুক্তি দিয়ে ব্যাখ্যা করছেন তাই আপনাদের উভয়ের প্রতি যথাযথ সম্মান রেখে আমিও বলি, আগুন পুড়লে পরিবেশের যথেষ্ট ক্ষতি হয়। ইট ভাটায় আগুন পোড়ানোর বিরুদ্ধে আপনারা প্রায়ই রিপোর্ট করেন। পক্ষান্তরে কবরস্থ করলে যে ভূমির উর্বরতা বৃদ্ধি পায় এতে কেউ দ্বিমত করতে পারবেন না। আপনার কী বলেন?
এবার সঙ্গে সঙ্গে মুসলিম সাংবাদিকা বলে উঠলেন, আরে ভাই আমরা যাই বলি আল্লাহর বিধানের কি কিছু হয়! হিন্দু সাংবাদিকা অপ্রস্তুত হয়ে বললেন, আসলে ধর্মের বিষয়ে যুক্তি-তর্ক তো অবান্তর।

No comments:

Post a Comment