আলি হাসান তায়ব
একদিন দুই নারী সাংবাদিক কথা বলছেন।
মুসলিম সাংবাদিকা হিন্দু সাংবাদিকাকে বলছেন, তোমাদের মৃত পোড়ানোর ব্যবস্থাটাই ভালো। চারদিকে জায়গার সংকট। কবর দিলে জায়গা নষ্ট হয়। হিন্দু সাংবাদিকা চওড়া হাসি দিয়ে প্রশংসা রিসিভ করলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আপা, আমি কি আপনাদের কথায় একটু এন্টারফেয়ার করতে পারি? অনুমতি দিলে বললাম, দেখুন-
ধর্মের বিধান হিসেবে সবার কাছেই নিজেরটা ভালো। আপনারা যেহেতু যুক্তি দিয়ে ব্যাখ্যা করছেন তাই আপনাদের উভয়ের প্রতি যথাযথ সম্মান রেখে আমিও বলি, আগুন পুড়লে পরিবেশের যথেষ্ট ক্ষতি হয়। ইট ভাটায় আগুন পোড়ানোর বিরুদ্ধে আপনারা প্রায়ই রিপোর্ট করেন। পক্ষান্তরে কবরস্থ করলে যে ভূমির উর্বরতা বৃদ্ধি পায় এতে কেউ দ্বিমত করতে পারবেন না। আপনার কী বলেন?
No comments:
Post a Comment