Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Thursday, February 23, 2017

মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম

  • কাজী নজরুল ইসলাম

মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম

মোরা ঝর্ণার মত চঞ্চল,

মোরা বিধাতার মত নির্ভয়

মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।

মোরা আকাশের মত বাঁধাহীন

মোরা মরু সঞ্চার বেদুঈন,

বন্ধনহীন জন্ম স্বাধীন

চিত্তমুক্ত শতদল।।

মোরা সিন্ধু জোঁয়ার কলকল

মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।

কল-কল-কল, ছল-ছল-ছল

মোরা দিল খোলা খোলা প্রান্তর,

মোরা শক্তি অটল মহীধর।

হাসি গান শ্যাম উচ্ছল

বৃষ্টির জল বনফল খাই-

শয্যা শ্যামল বনতল।।

No comments:

Post a Comment