ইমাম বগভী তফসিরে বলেছেনঃ হযরত আয়েশার এমন কতিপয় বৈশিষ্ট আছে, যেগুলো অন্য কোন মহিলার ভাগ্যে জোটেনি।তিনি নিজেও আল্লাহর নিয়ামত প্রকাশার্থে এসব বিষয় গর্বভরে বর্ণনা করতেন।
প্রথম,
রসূলুল্লাহ(সাঃ)-এর বিবাহে আসার পূর্বে ফেরেশতা জিবরাঈল একটি রেশমী কাপড়ে আমার ছবি নিয়ে রসূলুল্লাহ(সাঃ)-এর কাছে আগমন করেন এবং বললেনঃ এ আপনার স্ত্রী।-(তিরমিযী) কোন কোন রেওয়ায়েতেআছে, জিবরাঈল তাঁর হাতের তালুতে এই ছবি নিয়ে এসেছিলেন।
দ্বিতীয়
রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে ছাড়া কোন কুমারী বালিকাকে বিবাহ করেননি।
তৃতীয়,
তাঁর কোলে রসূলুল্লাহ (সাঃ)-এর ওফাত হয়।
চতুর্থ,
হযরত আয়েশার গৃহেই তিনি সমাধিস্হ হন।
পঞ্চম,
রসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি তখনও ওহী অবতীর্ণ হত,যখন তিনি হযরত আয়েশার সাথে এক লেপের নীচে শায়িত থাকতেন।অন্য কোন বিবির এরূপ বৈশিষ্ট ছিল না।
ষষ্ঠ,
আসমান থেকে তাঁর দোষমুক্ততার বিষয় অবতীর্ণ হয়েছে।
সপ্তম,
তিনি রসূলুল্লাহ (সাঃ)-এর খলীফার কন্যা এবং সিদ্দিকা ছিলেন।আল্লাহ তায়ালা দুনিয়াতেই যাঁদেরকে ক্ষমা ও সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন।তিনি তাঁদের অন্যতম।
হযরত আয়েশার ফকীহ ও পণ্ডিতসুলভ জ্ঞানানুসন্ধান এবং বিজ্ঞজনোচিত বক্তব্য দেখে হযরত মূসা ইবনে তালহা (রাঃ) বলেনঃ আমি আয়েশা সিদ্দীকার চাইতে অধিক শুদ্ধভাষী কাউকে দেখিনি।-(তিরমিযী)
সূত্র :
তাফসিরে মাআরিফুল কুরআন
প্রথম,
রসূলুল্লাহ(সাঃ)-এর বিবাহে আসার পূর্বে ফেরেশতা জিবরাঈল একটি রেশমী কাপড়ে আমার ছবি নিয়ে রসূলুল্লাহ(সাঃ)-এর কাছে আগমন করেন এবং বললেনঃ এ আপনার স্ত্রী।-(তিরমিযী) কোন কোন রেওয়ায়েতেআছে, জিবরাঈল তাঁর হাতের তালুতে এই ছবি নিয়ে এসেছিলেন।
দ্বিতীয়
রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে ছাড়া কোন কুমারী বালিকাকে বিবাহ করেননি।
তৃতীয়,
তাঁর কোলে রসূলুল্লাহ (সাঃ)-এর ওফাত হয়।
চতুর্থ,
হযরত আয়েশার গৃহেই তিনি সমাধিস্হ হন।
পঞ্চম,
রসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি তখনও ওহী অবতীর্ণ হত,যখন তিনি হযরত আয়েশার সাথে এক লেপের নীচে শায়িত থাকতেন।অন্য কোন বিবির এরূপ বৈশিষ্ট ছিল না।
ষষ্ঠ,
আসমান থেকে তাঁর দোষমুক্ততার বিষয় অবতীর্ণ হয়েছে।
সপ্তম,
তিনি রসূলুল্লাহ (সাঃ)-এর খলীফার কন্যা এবং সিদ্দিকা ছিলেন।আল্লাহ তায়ালা দুনিয়াতেই যাঁদেরকে ক্ষমা ও সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন।তিনি তাঁদের অন্যতম।
হযরত আয়েশার ফকীহ ও পণ্ডিতসুলভ জ্ঞানানুসন্ধান এবং বিজ্ঞজনোচিত বক্তব্য দেখে হযরত মূসা ইবনে তালহা (রাঃ) বলেনঃ আমি আয়েশা সিদ্দীকার চাইতে অধিক শুদ্ধভাষী কাউকে দেখিনি।-(তিরমিযী)
সূত্র :
তাফসিরে মাআরিফুল কুরআন
No comments:
Post a Comment