লাবিব আব্দুল্লাহ
গ্যাস হবে 950 টাকা!
বাড়ছে বাসা ভাড়া৷ বাড়ছে সবকিছু কিন্তু
কওমী মাদরাসার শিক্ষকের. বেতন বাড়ছে না
এক টাকাও৷ ইমাম মুআজ্জিনদেরও বেতন ভাতার কোনো নিয়মনীতি নেই৷ নেই ইনক্রিমেন্টের যথাযথ ব্যবস্থা৷ নেই যথাযথ স্কেল৷
কী হবে আগামী দিনে কওমী মাদরাসার শিক্ষদের? ইমাম মুআজ্জিনের?
বিকল্প উপার্জনের চিন্তা না করলে কঠিন হবে কওমী শিক্ষকদের আগামী দিন৷
সম্মানজনক জীবনের জন্য ব্যবসা বাণিজ্যের ফিকিক করতে হবে৷
কওমী মাদরাসাগুলোতে শিক্ষকতায় আসবে না মেধাবীরা যদি বেতন ভাতার যথাযথ ব্যবস্থা না করা হয়৷ যদিও আবেগে শুরু করবে কিন্তু টিকতে পারবে না বেশী দিন৷
সমস্যা থেকে উত্তরণ সম্ভব যদি যৌথ চিন্তা করা হয়৷
শুধু কালেকশন নির্ভর জীবন সম্মানজনক নয়৷
বিকল্প অর্থনৈতিক চিন্তা করতে হবে ব্যাক্তিগত বা প্রাতিষ্ঠানিক৷
সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বার বার৷ গরীবের প্রতি কোনো সহমর্মিতা নেই৷ সহমর্মিতা নেই আমজনতা প্রতি৷ জনগন নীরব জুলুমের শিকার৷
জুলম কিন্তু অন্ধাকারময় পথ৷ জুলুমের নৌকা ডুববেই৷
No comments:
Post a Comment