Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Friday, February 24, 2017

কিভাবে Blogger প্লাটফর্মে Attribution রিমোভ করে ব্লগের নিজে নিজের নাম বা অন্য লেখা প্রদর্শন করানো যায়?

এ অধ্যায়ে যে বিষয় গুলো শিখতে পারবেন:
Ø Blogger প্লাটফর্মে কিভাবে
Attribution রিমোভ করা যায়?
Ø কিভাবে ব্লগের নিচে Attribution এর স্থানে নিজের নাম বা অন্য লেখা বসানো যায়?
আপনার তৈরিকৃত ব্লগের নিচের অংশে কোন ডিজাইনারের নাম থাকা আপনার খারাপ লাগতে পারে। আপনি চাইলে তা রিমোভ করতে পারেন। সেখানে অন্য কোন লেখা বসাতে পারেন। কিভাবে তা করবেন তা দেখানো হল
১) লগ/সাইন ইন করে যে ব্লগ থেকে রিমোভ করবেন সে
Blog>Template>Edit HTML এ প্রবেশ করুন।


২। Jump to widget বাটনে ক্লিক করে পপ ডাউন থেকে Attribution 1 এ ক্লিক করুন।

৩। <b:section class='foot' id='footer-3' showaddelement=' no'>
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'>
উপরের কোড টি খুজে বের করুন
৪। no এর স্থলে yes এবং true এর স্থলে false লিখুন। Save Template
বাটনে ক্লিক করুন।
৫। Template সেভ হয়ে গেলে Dashboard এ Layout বাটনে ক্লিক করুন।
৬। Layout এ Attribution বারে Edit লেখার উপর ক্লিক করুন। নতুন পেজ আসবে।
৭। সেখান থেকে Remove বাটনে ক্লিক করুন। Attribution লেখা গুলো রিমোভ হয়ে যাবে।

১। Layout এর নিচের অংশে থাকা
Add a gadget লেখার উপর ক্লিক করুন।
gadget পেজ আসবে।
২। সেখান থেকে HTML/JavaScript
নামক gadget খুজে বের করে তার উপর ক্লিক করুন। নতুন পেজ আসবে।

৩। বক্স ফাকা রfখুন এবং HTML
লেখার বক্সে নিচের কোডটি পরিবর্তন করে লিখুন।
<meta http-equiv="Content-Language" content="en-us">
<p align="center"><b><font size=" 5"> Guideline Team</font></b></p>
font size=" 5" হল লেখার আকার এবং
Guideline Team হল যে লেখা প্রদর্শিত হবে।

৪। Save বাটনে ক্লিক করুন।

No comments:

Post a Comment