আপনার মত প্রকাশের জন্য একটি সুন্দর ব্লগ বা ওয়েভ পেজ পাওয়ার দরকার। আপনার ব্যবসা বা যে কোন প্রতিষ্ঠানের একটি ইন্টারনেট সাইট থাকা উচিত। ওয়েভ সাইট খুলতে গেল সবসময় অর্থের প্রয়োজন হয়না। খুব দক্ষ ওয়েভ ডিজাইনারও হওয়ার দরকার নেই। google আপনাকে খুবই সহজে এ সুযোগ দিচ্ছে। যেটি আপনা যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। আমরা বিষয়টি পরিপূর্ণভাবে উপস্থাপন করছি যে কিভাবে আপনি একটি ওয়েভ সাইট তৈরি করবেন।
ধাপ ১। প্রথমে www.gmail.com এ একটি একাউন্ট খুলুন।
ধাপ ২। www.blogger.com পেজে প্রবেশ করুন। আপনার gmail account দ্বারা লগ ইন বা সাইন ইন করুন। সাইন ইন করা অবস্থায় থাকলে প্রয়োজন নেই।
যদি আপনি google এ পোফাইল সম্পূর্ণ করে না থাকেন তাহলে নিচের চিত্রের ন্যায় একটি পেজ পাবেন।
create a blogger profile এর উপর ক্লিক করুন এবং মোটামোটি প্রফাইল সম্পূর্ণ করুন। continue to blogger এর উপর ক্লিক করুন।
ধাপ ৩। একটি নতুন পেজ আসবে;
“New blog” বাটুনে ক্লিক করুন।
ধাপ ৪। blog title এবং blog address লিখুন। উক্ত blog address যদি পূর্বে কারও না থাকে তাহলে পাশে টিক চিহ্ন আসবে
নতুবা আবার ভিন্ন কিছু লিখুন।
blog address এর নিচে template সমূহ দেখতে পাবেন। যে কোন একট সিলেক্ট করে Create blog বাটনে ক্লিক করুন। নতুন হিসাবে simple template ব্যবহার করা ভাল।
ধাপ ৫। আপনার ব্লগ ওয়েভসাইট হয়ে গেল। এখন আপনি নতুন পোস্ট লিখতে পারেন। আরও দৃষ্টা নন্দন ভাবে সাজাতে প
ারেন। blog address এ যা লিখেছিলেন তাই আপনার ওয়েভ পেজ।
ধন্যবাদ আমাদের পেজটি পড়ার জন্য। blogger এ ওয়েভ পেজে পোস্ট করা সহ দৃষ্টিনন্দন ও ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় বিষয় সমূহ পাঠকদের শিখানোর উদ্দেশ্যে পোস্ট করা আছে।
No comments:
Post a Comment