Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Saturday, February 25, 2017

আপনার ধৃষ্টতায় আমরা স্তম্ভিত! আমরা পুড়ছি এখন নবীপ্রেমের আগুনে! -ইহয়া ইউসুফ নদভী

-ইহয়া ইউসুফ নদভী
এক.
`সোলায়মান'― একেবারে বিশুদ্ধ উচ্চারণ! ওরা সাধারণত আমাদের প্রিয় নামগুলোকে বিকৃত করেই উল্লেখ করে। (আমি ইচ্ছে করেই তা এখানে নকল করলাম না।) কিন্তু আশ্চর্য, এখানে কী নিখুঁত সঠিক উচ্চারণ! বোঝাই যাচ্ছে উদ্দেশ্যমূলক! আমাদের অনুভূতিতে শক্ত আঘাত করা! কী ধৃষ্টতা!!
দুই.
মিস্টার জাফর ইকবালের জানা আছে ভালো করেই; ‘এ নামে’ নবীপ্রেমিকরা জ্বলে উঠবেন। কষ্ট পাবেন। তবুও তিনি বিরত থাকতে পারেন নি! বিরত থাকতে চান নি! কেননা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে তার কষ্ট হয় না! মজা কি পান? পেতেও পারেন! কিন্তু বিনয়ের সাথে বলতে চাই― মিস্টার জাফর ইকবাল! হযরত সোলায়মান ( আলাইহিস সালাম) একজন নবী। একজন মহান বাদশা। তাঁর পিতাও একজন নবী! তিনিও ছিলেন একজন বাদশা! কেমন বাদশা ছিলেন হযরত সোলায়মান ( আলাইহিস সালাম) ? নজিরবিহীন! জমিনেও ছিলেন তিনি বাদশা! আকাশেও ছিলেন তিনি বাদশা! বৃুঝতেন তিনি পাখির ভাষা। পিঁপড়ের ভাষা। ইচ্ছে হলেই বাতাসে উড়ে বেড়াতেন।
এমন নবী ও বাদশাকে আপনি ভূতের বাচ্চা বানিয়ে ছাড়লেন?!
কী বলতে চাইছেন?
কী বোঝাতে চাইছেন?
তাঁর বাবা যে নবী ছিলেন; জানেন না?!!
সেই মহান নবীকে ভূত বানিয়ে তাঁর ছেলেকেও ভূত বানাতে চাইছেন? ভূতের বাচ্চা তো ভূতই হয়!
আহা, কী দয়া আপনার!! ছেলে ভূতটার নাম দিয়েছেন সোলায়মান! দেবেনই তো! নইলে যে আমাদের হৃদয়ে ধাক্কা লাগবে না! আঘাত লাগবে না?!
বলি কি, এতো ধৃষ্টতা দেখাবেন না!
একসঙ্গে পিতা-পুত্রকে আঘাত?!
যে দু’জনই নবী?
বাদশা?
আসমানী কিতাবের ধারক-বাহক?!
আমরা দুর্বল! পাল্টা আঘাত করতে পারি না! কিন্ত যিনি সোলায়মান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামকে নবী করেছেন এবং বাদশা বানিয়েছেন; তিনি তো মহাশক্তিশালী!
মহাপ্রতিশোধগ্রহণকারী!!
তিন.
জাগৃতি! ধিক তোমাকে! শুধু বাণিজ্য করার জন্যে এমন ঘৃণিত ধিকৃত একটি শিরোনামের বই ছেপে দিয়েছো!
আফসোস বাংলা একাডেমি’র উদাসীনতার জন্যে! এমন শিরোনামের বই একটি জাতীয় গ্রন্থমেলায় কী করে স্থান পেলো?
‘ভুতের বাচ্চা ..... (একজন গন্যমান্য রাজনীতিকের নাম) হলে তা কি প্রকাশ পেতে পারতো আপনাদের এই মেলায়? আপনারা কি ভেটো দিতেন না? বেঁকে বসতেন না কি?! তাহলে একজন নবীর নামকে খোলাখুলি পরিহাস করে যে বইয়ের শিরোনাম দেয়া হয়েছে সে বই কী করে ছাপা হলো?!!
নবীর মর্যাদা এতোই কম আপনাদের চোখে?
ধিক, শত ধিক!!
হে আকাশের ফেরেশতারা! ঘৃণা বর্ষণ করো!
* প্রিয় নবী হে সোলায়মান! ক্ষমা করুন হযরত! আমাদের ভাষা নেই প্রতিবাদ করার! ভাঙা ভাঙা বর্ণমালায় একটু কাঁদলাম! আল্লাহকে একটু বলুন না― আমাদেরকে মুক্তি দিতে এ অপসাহিত্যের কবল থেকে! কেনো আমাদের শিশুরা পড়বে এ অপসাহিত্য?!

No comments:

Post a Comment