Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Thursday, February 23, 2017

সড়কের নাম থেকে হযরত হাফেজ্জী হুজুরের নাম বাদ দেয়া দুরভিসন্ধি -মহাসচিব ইসলামী আন্দোলন

ঢাকা সিটির বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন ইসলামী মনীষীদের নাম বাতিল করার সিদ্ধান্তকে দুরভিসন্ধি বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে তিনি বলেন, হযরত গোলাপ শাহ (রহ.) এর পাশের সড়ক, যা চকবাজার পর্যন্ত পৌঁছেছে সেই সড়কের নাম থেকে বিশ্ববরেণ্য বুজুর্গ ও আলাহর ওলি হযরত হাফেজ্জী হুজুরের নাম বাতিলের সিদ্ধান্ত দুরভিসন্ধি। এ চক্রান্ত থেকে সরে না আসলে আল্লাহর ওলিদের বদদোয়ায় তাদের ভয়াবহ ক্ষতি হতে পারে। সড়কটির নাম হযরত হাফেজ্জী হুজুর সড়ক থাকলে কারো কি কোন ক্ষতি হবে? না হলে তা বাতিলে এত মরিয়া কেন, জাতি জানতে চায়। তৎকালীন সময়ে যারা হুজুরের নামে সড়কটির নামকরণ করেছিলেন তারা অত্যন্ত যৌক্তিক কারণেই নামকরণ করেছিলেন। এখন যারা বুজুর্গ আলেম-ওলামাদের নাম মুছে দিতে চায় তারাই ইতিহাস থেকে মুছে যেতে পারেন। মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, মসজিদের নগরী ঢাকাতে আলেম বা বুজুর্গ ব্যক্তিদের নামে নামকরণটাই স্বাভাবিক। যারা মসজিদের নগরী ঢাকাকে মূর্তির শহরে পরিণত করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী মূর্তি স্থাপনের পক্ষে কথা বলেছেন হযরত হাফেজ্জী হুজুরের নাম বাদ দেয়ার বিষয়ে তারাই এ চক্রান্তে জড়িত। তাদের নিজেদের স্বার্থেই এ সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

No comments:

Post a Comment