Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Sunday, February 26, 2017

দয়া সূলভ ও নম্র আচরণের ব্যাপারে প্রীয় নবীর কয়েকটি বাণী

হাবিবুল্লাহ মেসবাহ

১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেন:
"আল্লাহ তাআলা দয়ালু, তিনি
দয়াশীলতাকে ভালবাসেন। নম্র আচরণে
আল্লাহ যা দেন কঠিন আচরণ বা অন্য
কোন পন্থায় তা দেন না।"(সহীহ মুসলিম)
২) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম আয়েশা রা.কে বলেন: “দয়া
সুলভ আচরণ করবে। রূঢ় ও অশালীন আচরণ
থেকে দূরে থাকবে। যে কোন জিনিসে
ধীরস্থীরতা ও নম্রতা থাকলে তা
সৌন্দর্য মণ্ডিত হয়। আর কোন জিনিসে
ধীরস্থীরতা ও নম্রতা না থাকলে তার
সৌন্দর্য্যহানী ঘটে।” (সহীহ মুসলিম)
৩) “হে আয়েশা নম্র হও। আল্লাহ
তাআলা আহলে বায়ত তথা নবী
পরিবারের কল্যাণ চেয়েছেন বিধায়
তাদের মধ্যে নম্রতা দিয়েছেন।” (মুসনাদ
আহমদ-সহীহ)
৪) “যার মধ্যে নম্রতা নেই সে সব
কল্যাণ থেকে বঞ্চিত।” (সহীহ মুসলিম)
৫) “যার ভাগ্যে নম্রতা দেয়া হয়েছে
সে বিরাট কল্যাণের অধিকারী। আর
যার ভাগ্যে নম্রতা দেয়া হয় নি সে
অনেক কল্যাণ থেকে বঞ্চিত।” (আহমদ,
তিরমিযী। আরনাবুত হাদীসটিকে
হাসান বলেছেন)
৬) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম কোন কাজে সাহাবীদেরকে
প্রেরণ করলে বলতেন, “তোমরা মানুষকে
সু সংবাদ দাও। তাদেরকে দূরে সরিয়ে
দিও না। সহজ ও নম্র আচরণ কর, কঠিন
করিও না।” (বুখারী ও মুসলিম)
৭) তিনি বলেন: “আমি নামায শুরু
করার পর ইচ্ছা থাকে নামায লম্বা করব
কিন্তু যখন শিশুর কান্নার আওয়াজ কানে
আসে তখন নামায তাড়াতাড়ি শেষ
করি। কারণ আমি জানি শিশুর আওয়াজে
তার মায়ের মানসিক কত কষ্ট
হয়।” (বুখারী ও মুসলিম)

No comments:

Post a Comment