কবি-ফররুখ আহমেদ
এল জুমা'র, দিন যে ফিরেএল জুমা'র দিন!
এ দিন আসে, জাগিয়ে দিতে
সত্য পথের চিন।।
পাপে ভোগে, যখন মানুষ
পাপের নেশায়, হারায় সে হুঁশ,
এ দিন ফিরে আসে তখন
শুভ অমলিন।।
সত্য, সঠিক পন্থা চিনে
মোমিন জাগে ফের এ দিনে,
খোদার প্রেমের, ইবাদতে
হয় সে তখন লীন।।
পায় যে মোমিন পথ খুঁজে তার
দুই জাহানের সফলতার,
বিশ্বাসীদের জামাতে যার
চিত্ত সুরঙ্গিন।।
No comments:
Post a Comment