Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Friday, February 24, 2017

---এল জুমা'র দিন--

কবি-ফররুখ আহমেদ
এল জুমা'র, দিন যে ফিরে
 এল জুমা'র দিন!
এ দিন আসে, জাগিয়ে দিতে
সত্য পথের চিন।।

পাপে ভোগে, যখন মানুষ
 পাপের নেশায়, হারায় সে হুঁশ,
এ দিন ফিরে আসে তখন
শুভ অমলিন।।


সত্য, সঠিক পন্থা চিনে
মোমিন জাগে ফের এ দিনে,
খোদার প্রেমের, ইবাদতে
 হয় সে  তখন লীন।।


পায় যে মোমিন পথ খুঁজে তার
দুই জাহানের সফলতার,

বিশ্বাসীদের জামাতে যার
চিত্ত সুরঙ্গিন।।

No comments:

Post a Comment