কবি মুহিব খান
আঁজল ভরে কাজল ধোয়া
জল ছড়িয়ে মুখে
পল্লীবালার আঁচল কোলে
চলছি মনের সুখে রে হায়
চলছি মনের সুখে-
বধুর কানের বনের ফুলে
আমার মনের মুকুল দুলে
দু'কুল ভেজা নদীর কুলে
অকুল কবির বুকে
বইছে প্রেমের ব্যাকুল হাওয়া
গজল গাওয়া চোখে রে হায়
গজল গাওয়া চোখে-
পুষ্প হাসির কান্না রেনু কেউ নাহি রে খোঁজে
শান্ত নদীর গভীর বুকের ঢেউ নাহি রে বোঝে
গুমরে ওঠে বনের পাখি
অশ্রু মনে, শুষ্ক আঁখি
মন-মোহনায় তোমায় ডাকি
গোলাপ শুকায় শোকে
কবির প্রেমের গভীর কথন
বুঝবে না সে লোকে রে হায়
বুঝবে না সে লোকে-
( আদর্শ বিশ্বাস চেতনা ও জাতি জাগানিয়া গানের পাশাপাশি প্রেম-বিরহ, মাটি মানুষ, প্রকৃতি ও জীবনের গানও হতে পারে।
বাংলা সাহিত্য ও সংগীতের মূলধারা রবীন্দ্র-নজরুলের বাইরেও প্রবাহিত হোক।)
আঁজল ভরে কাজল ধোয়া
জল ছড়িয়ে মুখে
পল্লীবালার আঁচল কোলে
চলছি মনের সুখে রে হায়
চলছি মনের সুখে-
বধুর কানের বনের ফুলে
আমার মনের মুকুল দুলে
দু'কুল ভেজা নদীর কুলে
অকুল কবির বুকে
বইছে প্রেমের ব্যাকুল হাওয়া
গজল গাওয়া চোখে রে হায়
গজল গাওয়া চোখে-
পুষ্প হাসির কান্না রেনু কেউ নাহি রে খোঁজে
শান্ত নদীর গভীর বুকের ঢেউ নাহি রে বোঝে
গুমরে ওঠে বনের পাখি
অশ্রু মনে, শুষ্ক আঁখি
মন-মোহনায় তোমায় ডাকি
গোলাপ শুকায় শোকে
কবির প্রেমের গভীর কথন
বুঝবে না সে লোকে রে হায়
বুঝবে না সে লোকে-
( আদর্শ বিশ্বাস চেতনা ও জাতি জাগানিয়া গানের পাশাপাশি প্রেম-বিরহ, মাটি মানুষ, প্রকৃতি ও জীবনের গানও হতে পারে।
বাংলা সাহিত্য ও সংগীতের মূলধারা রবীন্দ্র-নজরুলের বাইরেও প্রবাহিত হোক।)
No comments:
Post a Comment