Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Saturday, February 25, 2017

ফেইসবুক id খোলার নিয়ম দেওয়া হলো। যাদের facebook id নেই তারা খুলে নিন।

যদিও প্রায় সবারই Facebook id
আছে।তার পরও যাদের নেই তাদের
জন্য Facebook id খোলা নিয়ম,ও ব্যাবহারের পদ্ধতি নিচে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম। এখনি একটি Facebook id খুলে নিন।
প্রস্তুতি:-
1- ফেইসবুকে দেওয়ার জন্য আপনার পছন্দ মতো একটি ছবি মেরোরিতে রাখুন এবং সেটা কোথায় এবং কি নামে আছে স্বরন রাখুন।
2- ফেইসবুক খুলতে একটি সিমের নাম্বার দিতে হয়।এবং সেই নাম্বারেই যাবতীয় তথ্য আসে।
3- এবার প্রথমে Www.facebook.com এ যান।তার পর Sign up অথবা Create new account এ ক্লিক করুন। দেখবেন একটি ফরম পেইজ আসবে। সেটা নিম্নে উল্লেখিত
পদ্ধতিতে পূরন করুন।
মনি করি আপনি RM Shadin নামে একটি Facebook id খুলতে চান। তাহলে First Name বক্সে এ দিতে হবে Rm এবং Last Name বক্সে দিতে হবে Shadin । তাহলে নামটি হবে RM Shadin
2- Email or phone বক্সে আপনার সেই ফোন নাম্বারটি দিন যেটি দিয়ে আপনি Facebook
খুলতে চান।
3- Gender এর নিচে Select বক্সে ক্লিক করে আপনি ছেলে হলে Male এবং মেয়ে হলে Famale সিলেক্ট করে দিন।
4- Birthday এর নিচে তিনটি বক্স আছে, এগুলোতে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথমটাতে তারিখ পরের টাতে মাস দিন এবং শেষের টাতে সাল হবে।
5- New password এর বক্সে আপনার চয়েস মতো Password দিন।(Password অবশ্যই মনে রাখতে হবে)
6- এবার Sign up বাটনে ক্লিক করুন। তাহলে আরেকটি নতুন পেইজ আসবে।
বি:দ্র: এই পেইজে ভূল তথ্য দিলে কিংবে কোন বক্স ফাকা রাখলে কিন্তু পরের পেইজটি আসবে না।
7- এবার Confirm phone Number শিরোনামে একটি পেইজ আসবে। এবং Enter confirmation code এর
একটি বক্স আসবে।একটু অপেক্ষা করুন। আপনি প্রথম পেইজে যে মোবাইল নাম্বারটা দিয়ে ছিলেন সেই
নাম্বারে ফেইসবুক থেকে একটা মেসেজ আসবে এবং তাতে কয়েকটা ডিজিটের একটা কোড পাবেন।সেই কোড টিই Enter confirmation code বক্সে লেখে Confirm এ ক্লিক করুন।
বি:দ্র: Nokia মোবাইল গুলোতে Browser মিনিমাইজ করা যায় না।তাই মেসেজটি পড়তে গেলে ব্রাউটারটি Exit করতে হবে।সমস্যা নেই কোড টি দেখে নিয়ে আবার
www.Facebook.com এ গেলেই হবে। ওখান থেকেই আসবে।
8- এখন কয়েক জনের ফেইসবুক আইডি আসবে তুমি যার যার সাথে Friendship করতে চাও তাদের ডানে Add বাটনে ক্লিক করো।{তাহলে তাদের কাছে তোমার Friend request চলে যাবে।তারা Confirm করলেই ফ্রেন্ড হয়ে যাবে।} এবার Done বা Skip বাটনে ক্লিক করুন।
এবার একটি Search পেইজ আসবে।Skip বাটনে ক্লিক করতে হবে।

এবার আর একটি পেইজ আসবে। 1.File does not exist বক্সে ক্লিক করে মেমরি থেকে সেই ছবিটি সিলেক্ট করুন যেটি ফেইসবুকের
প্রফাইলে দিতে চান।এবং Upload picture এ ক্লিক করুন। অথবা ছবিটি এখন দিতে না চাইলে Skip দিন।দেখুন একটি পেইজ আসবে তাতে Home|Edit profile|
Friend|Message|Notification|Chat এই মেনু গুলো থাকবে। ব্যাস আপনার ফেইসবুক আইডি খোলা হয়ে গেছে।
এখন আপনি যে কোন সময় এই ব্রাইজার দিয়ে www.Facebook.com এই Address এ গেলেই আপনার ফেইসবুক টি ওপেন হবে।কারন আপনার এই ব্রাউজারে আপনার ফেইসবুকটি Log in করা আছে।কিন্তু যদি কোন কারনে Log out হয়ে যায় বা অন্য কোন মোবাইল বা ব্রাউজার দিয়ে Use করতে চান।
তাহলে Www.facebook.com এ গিয়ে প্রথম বক্স আপনার মোবাইল নাম্বারটি দেন। (যেটি দিয়ে ফেইসবুক খুলেছেন) এবং দ্বিত্বীয় বক্সে Password দিয়ে Log in করুন।

Facebook ব্যবহারের নিয়ম br />
Home|Edit profile|Friend|Messages|Notification|Chat নিচে সব
কয়টি মেনুর কাজ উল্লেখ করা হল।
1-Home আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন,Home ক্লিক করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
2-Edit Profile:- এখান থেকে আপনার সম্পর্কে অনেক তথ্য যুক্ত করতে পারবেন।
3- Friend:- কেউ আপনাকে Friend request পাঠালে কিংবা আপনার বন্ধুদের তালিকা এখানে পাওয়া যাবে।
4- Messages:- কেউ আপনাকে মেসেজ পাঠালে এই মেনুতে গেলে সেটা পাবেন।
5- Notification:- আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ গ্রহন করলে,আপনি কোন স্টেটাস এ Like বা Comment করেছেন,তাতে আপনার আর এক ফ্রেন্ড ও Like বা Comment করলে সেগুলো Notification আকারে যেনে দেয়।
6- Chat:- আপনার বন্ধুদের
মধ্যে কে কে এখন ফেইসবুক ব্যাবহার করছে বা অনলাইনে আছে তা Chat থেকে দেখতে পারবেন
এবং সেখান থেকে message এ
ক্লিক করে ম্যাসেজ করতে ও পারবেন।
7- আপনে কি সবার উদ্দেশ্য কিছু
লেখতে চান যেমন সকালে উঠে Good morning বা রাতে Good night । তাহলে Home এ ক্লিক করুন।এবং একটু
নিচের দিকে আসুন, এবং What's on your mind? বক্সে সেটা লেখে Share বাটনে ক্লিক করুন।

8- কোন ছবি সবার উদ্দেশ্য Upload করতে চাইলে Home এ কিল্ক করুন। নিচের What's on your mind? বক্সের নিচে ডান কোনায় More option এ গিয়ে,আপরে ডান কোনায় Upload photo তে গিয়ে File does not exist থেকে ছবিটি সিলেক্ট করে Upload এ ক্লিক করুন। যে কোন সমস্যায় পড়লে কিংবা কিছু বুঝতে না পারলে। ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে,এখনি নিচের লিঙ্কে ক্লিক করে
Click here
Add বাটনে চাপ দিন। তাহলে আমার কাছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে আর আমি Confirm করলেই আপনি আমার বন্ধু হয়ে যাবেন।তখন আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারবেন।

No comments:

Post a Comment