কবি মহিব খান
দেশের সকল ইমাম আলেম পীর মাশায়েখ বুজুর্গরা
কান ফাটিয়ে বলছে তোদের, যায় না কানে! বধির তোরা?
কঠিন কথা! যায় না বোঝা? কঠিন ভাষা! যায় না ধরা?
সহজ ভাষায় বলছি তবে-'মূর্তি সরা.., মূর্তি সরা..'
দ্বীন ঈমানের এই মাটিতে, মুসলমানের এই ঘাঁটিতে
মিনার ভরা রাজধানীতে পথ, আদালত, ভার্সিটিতে
ধর্মনিরপেক্ষ নামে হিন্দুয়ানির এই মহড়া!
খোদার গজব পড়বে ঘাড়ে, বলছি ওরে-'মূর্তি সরা..।
থাক না কঠিন প্রাচীর ঘেরা, থাক না যতই লোহার বেড়া
লাত-মানাতের ভাঙবে পাথর মুহাম্মাদের উম্মতেরা
নাস্তিকতার পক্ষ নিলে গুণতে হবে মূল্য চড়া
বলছি তোদের- আর দেরি নয়, থাকতে সময় মূর্তি সরা..।
মূর্তি সরা.. মূর্তি সরা..
নইলে তোরা পড়বি ধরা..
No comments:
Post a Comment