Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Sunday, February 26, 2017

এখন কি অবস্থা মিয়ানমারে..?



"আগের চেয়ে খারাপ। আগে তো প্রকাশ্যে হত্যা, জুলুম, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং বিভিন্ন নির্যাতন করা হত। এগুলো বিশ্ব মিডিয়াতে প্রচার হওয়াতে ওরা ভিন্ন কৌশল মুসলমানদের নিধন করতেছে।"
"এখন,
মহল্লার সচেতন পুরুষ, যুবকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ধরে নিয়ে যাওয়া মুসলমান গুলোর কোন ধরণের খুঁজ নেই।এভাবে আমাদের কওমকে ধ্বংস করতে চাচ্ছে ওরা!"
"গত পরশু দিনও ১৭ জনকে ধরে নিয়ে গেছে মিলিটারী।মিলিটারী প্রত্যাহার বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আসলে আরো বাড়িয়ে মিলিটারী তৎপরতা...!!"

No comments:

Post a Comment