Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Thursday, February 23, 2017

জর্ডানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেজ ফারহান হাবিব নির্বাচিত

স্টাফ রিপোর্টার : জর্ডান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাত্রাবাড়ীস্থ বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ফারহান হাবিব নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাছাই পর্বে সকল প্রতিযোগীকে পরাজিত করে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ফারহান হাবিব নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, চলতি বছর ২০১৭ সালে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য কুয়েত, ইরান ও জর্ডানে তিনটি দেশের জন্যই বাংলাদেশের প্রতিনিধিত্ব লাভ করেছে মারকাজুত তাহফিজের ছাত্রবৃন্দ। এছাড়াও অত্র মাদরাসার ছাত্ররা সউদী আরবে ৭ বার , মিসরে ৩ বার, আলজেরিয়ায় ২ বার, লিবিয়ায় ১ বার, ইরানে ৫ বার, কুয়েতে ১ বার, কাতারে ১ বার, গাম্বিয়ায় ১ বার, বাহরাইনে ১ বার, দুবাইয়ে ২ বার ও জর্ডানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে বিশ্বদরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে।

No comments:

Post a Comment