Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Saturday, February 25, 2017

ভীতির মধ্যেই ইসলাম গ্রহণের কথা জানালেন মার্কিন অভিনেতা আলী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামভীতির মধ্যেই ভরা মজলিসে সবাইকে জানিয়ে দিলেন ইসলামে ধর্মান্তরিত হওয়ার কথা মার্কিন অভিনেতা মাহেরশালা আলী। লস এঞ্জেলেসের ‘শ্রাইন’ মিলনায়তনে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এ কথা সবাইকে জানিয়ে দেন যে ১৭ বছর আগে ইসলাম গ্রহণ করেছেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত মুনলাইট চলচ্চিত্রে একজন মাদক বিক্রেতার চরিত্রে তার বিশেষ ভূমিকার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কার গ্রহণের সময় মাহেরশালা আলী বক্তৃতায় তার ইসলাম গ্রহণ এবং এ বিষয়ে তিনি ও তার মা কিভাবে পুনর্মিলিত হতে সক্ষম হন সে সম্পর্কে উপস্থিত দর্শকদের অবহিত করেন। তার এই কাহিনী বর্তমান মার্কিন রাজনৈতিক পরিবেশের একটি প্রতিফলন। আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করাসহ সাতটি মুসলিমপ্রধান দেশÑ ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরের দিন তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমার মা একজন দায়িত্বপ্রাপ্ত পাদরি। রবিবার তিনি বলেন, আমি ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হয়েছি। আমি যখন মাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাই তখন তিনি আমাকে দূরে ঠেলে দেননি। আমি তাকে দেখতে সক্ষম হয়েছি এবং তিনিও আমার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছেন। আমরা একে অপরকে ভালবাসি। আমাদের মা-ছেলের ভালবাসা আরো বৃদ্ধি পেয়েছে। আলী তার প্রথম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ২৪ জানুয়ারি এবং তার ট্রফির জন্য তিনি ব্রিজেস, হেজেস এবং প্যাটেলের মতো অভিনেতাদের সঙ্গে লড়তে হয়েছে। ডেইলি নিউজ ডটকম।

No comments:

Post a Comment