Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Sunday, February 26, 2017

মেয়েদের জন্য সচেতনতা

১। রাতের বেলা বাসায় ফেরার সময়
কোন মাইক্রো বাসে উঠবেন না।
২। রাতের বেলা ফাঁকা বাসে উঠবেন না।
৩। বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং
অন্যের দেয়া খাবার খাবেন না ।
৪। খালি বাসায় টিঊশনি করাবেন না।
৫। কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে
যাবেন। একা একা অতিরিক্ত সময়
আগে চলে যাবেন না এবং ক্লাস হবে
কিনা আগেই নিশ্চিত হয়ে নিবেন।
কারন ফাঁকা নির্জন ক্লাসরুমে অনেক
মেয়েই শিক্ষকের আক্রমনের স্বীকার হয়।
৬। পরিচিত কারো দ্বারা যৌন
হয়রানির আঁচ পেলে পরিবারের
সদস্যদের অবহিত করবেন ।
৭। ফেসবুক/ মোবাইলে অপরিচিত
কারো সাথে দেখা করতে চাইলে
ভুলেও দেখা করবেন না।
৮। সন্ধ্যার পর নির্জন লোকাল পার্ক
গুলোতে অবস্থান করবেন না।
আধার নামার আগেই সেসব স্থান
ত্যাগ করবেন।
৯। একা নির্জন পার্ক জংগল, বন বা
পিকনিক প্লেসের গভীর এলাকায়
যাবেন না।
১০। কিছু করার আগে, কোথাও যাবার
আগে নিজের নিরাপত্তার ব্যাপারে
নিশ্চিত হয়ে নিবেন।
বা নিরাপত্তার কথা ভাববেন,
কেমন .......?
কারন, আপনার সাথে জড়িয়ে আছে ,
আপনার পরিবার, বাবা, মা, ভাই,
বোনের সম্মান ও ভালবাসা।।
মেয়েরা আমাদের মা-মেয়ে ও বোন।
তাদের ইজ্জত আমাদের ইজ্জত!
তাদের সম্মান আমাদের সম্মান!
তারা পরিবারের অহংকার গৌরব!
তাদের হেফাজত করা সবার
দায়িত্ব ও কর্তব্য !!

1 comment:

  1. আপনাকে ধন্যবাদ আমার পোস্টটি কপি করার জন্য।

    ReplyDelete